adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংঘর্ষে শিবির সভাপতিসহ নিহত ৩

image_67409লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার কফির বাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা শিবির সভাপতিসহ ৩ জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন ২ জন বলে জানা গেছে।
 জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলার সময় রোববার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-পাটগ্রাম উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম (২৫) ও শিবিরকর্মী আব্দুর রহিম (২২) ও সাজু (৩০)।
পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আলম বাংলামেইলকে জানান, হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা পিকেটিংয়ে নামে। এসময় তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ছোড়ে পিকেটাররা। পুলিশও পাল্টা জবাবে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে শিবিরকর্মী আব্দুর ঘটনাস্থলে নিহত হন। এতে পাটগ্রাম উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুলসহ ৪ জন গুলিবিদ্ধ হন।তাদের গুরুতর অবস্থায় পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পাটগ্রাম উপজেলা শিবিরে সভাপতি নিহত হন। পরে অন্য গুলিবিদ্ধদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ সাজু নিহত হন বলে জানান এএসআই।

পাটগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণব দাস বাংলামেইলকে জানান, গুলিবিদ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম নামের এক যুবকের নিহত হন। বাকি ৩ জনে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলামেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া