adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝাড়ু হাতে রাস্তায় টানজানিয়ার প্রেসিডেন্ট

TANJANIAআন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ টানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলির আরেক নাম দ্যা বুলডোজার।
কারণ তিনি তার কাজ নিয়ে ধানাইপানাই করে না। কথা বলেন সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে।
ক্ষমতা গ্রহণ করেই মি. মাগুফুলি কলমের এক খোঁচায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট।
তিনি বলছেন, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই।
তিনি বলেন, দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত কথকন এত অর্থ ব্যয় করার কনো যুক্তি নেই।
আড়ম্বরের পরিবর্তে তিনি যেটা করেছেন তা খুবই চমকপ্রদ।
স্বাধীনতা দিবসে তিনি ঝাড়ু হাতে বেরিয়ে পড়েছেন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে।
নিজের হাতে পরিস্কার করেছেন রাস্তাঘাটের ময়লা।
তার সাথে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দার এস সালামের হাজার হাজার মানুষ।
প্রেসিডেন্ট মাগুফুলি দায়িত্বভার গ্রহণ করেন গত অক্টোবর মাসে।
এরপরই সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া