adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

ডেস্ক রিপাের্ট: বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) প্রথম প্রহর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে রাধনা পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলছিল। ফলে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার পর সেতুর ওপরে একাধিক গাড়ি বিকল হয়। পরে গাড়িগুলো সেতু থেকে সরিয়ে নেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, সোমবার রাত ৯টা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। ওই গাড়িগুলো অপসারণ করতে সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া