adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের কাছে মিলল ৯ স্বর্ণের বার!

ডেস্ক রিপাের্ট: রাজশাহী: নয়টি স্বর্ণের বারসহ এক বৃদ্ধকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের একটি একটি দল সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্বর্ণের বারসহ আটক ওই ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু। তিনি রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, সকালে মহানগর ডিবি পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করেছে। তিনি সেখানে কারও জন্য দাঁড়িয়ে ছিলেন। তার কাছ থেকে নয়টি স্বর্ণের বার পাওয়া গেছে। নয়টি বারের মোট ওজন প্রায় এক কেজি। আর এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ। তবে স্বর্ণের বারগুলোর বৈধ কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায়নি।

এখন ওই বৃদ্ধ এ স্বর্ণের বারগুলো কোথায় পেলেন আর কার কাছে নিয়ে যাচ্ছিলেন তা জানার চেষ্টা চলছে। এজন্য পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানান, আরএমপির ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা। বাংলানিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া