adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দ্রুত ৬ উইকেট নিলেও চালকের আসনে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লঙ্কানরা চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো। তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফকারীরা। তবে টাইগার ব্যাটারদের লেজেগবুরে অবস্থার দিনে জ্বলে উঠলেন দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের বোলিং তোপে অল্পতে ৬ উইকেট হারিয়ে ফেললেও প্রথম ইনিংসে পাওয়া বিশাল রানের সুবাদে চালকের আসনে রয়েছে লঙ্কানরা।

সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৪৫৫ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করেছে ধনাঞ্জয়া ডি সিলভারা। ব্যাটিংয়ে আছেন জীবন পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫০ বলে ৩৯ রানে ও প্রবাথ জয়সুরিয়া অপরাজিত ৩ রানে।

বাংলাদেশের অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ৫১ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। ২ উইকেট নিতে খালেদের খরচা ২৯ রান। তাদের দাপটের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ রয়েছে বড় ব্যবধানে পিছিয়ে। চমকপ্রদ কিছু না ঘটলে এই ম্যাচে তাদের জয় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এই টেস্ট জিততে হলে নাজমুল হোসেন শান্তদের বিশ^রেকর্ড করতে হবে। টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া