adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল

image_67036_0ঢাকা: বাংলাদেশে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট বলছে দেশে ১২ থেকে ১৪ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। এই প্রেক্ষাপটে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস।

প্রাণঘাতী এই রোগের চিকিৎসা সব সময়ই অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে এখন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা থাকলেও, মূলত ওষুধের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জন্য ক্যান্সারের চিকিৎসা নেওয়া অত্যন্ত ব্যয়সাধ্য।

এক বছর ধরে ক্যান্সারের সাথে লড়ছেন যশোরের মো. শাহীন। ক্যান্সার ধরা পরার পর ঢাকার একটি সরকারি হাসপাতালে এক বছর ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

শাহীনের সাথে হাসপাতালে আসা তার একজন আত্মীয় বলছিলেন প্রথমে তারা ভারতে যাওয়ার কথা চিন্তা করলেও চিকিৎসার খরচের কথা চিন্তা করে দেশের সরকারি হাসপাতালেই চিকিৎসা শুরুর সিদ্ধান্ত নেন।

তিনি বললেন, “যশোর থেকে ঢাকা এসেছি, এখানকার ডাক্তাররা বলল বাংলাদেশে চিকিৎসা আছে তাই খরচের কথা ভেবে ভারতে যাইনি। কিন্তু এখানেও অনেক খরচ।”

এই রোগের চিকিৎসার একটি অংশ কেমোথেরাপি, যেটা শাহীনকে দেওয়া হয়েছে ১২টি। আর প্রতিবারেই এ বাবদ তাদের গুনতে হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা।

শাহীনের আত্মীয় বলছিলেন জমি, গবাদি পশু বেচে ও অন্যান্য আত্মীয়দের কাছ থেকে টাকা ঋণ নিয়ে চলছে তার চিকিৎসা।

বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসার জন্য রয়েছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট। যদিও সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে রয়েছে এই রোগের জন্য আলাদা বিভাগ।

একটি বেসরকারি হাসপাতালের তেমনি একটি বিভাগে কেমোথেরাপি নিতে মাদারীপুর থেকে এসেছেন আতুসি বেগম। সাথে থাকা তার মেয়ে জ্যোতি বলছিলেন ডাক্তার ১২ টি কোমেথেরাপি নেয়ার কথা বললেও আপাতত ছয়টার বেশির খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব না।

তিনি বললেন, “তিনটা হয়েছে, আরো তিনটা দেবো আপাতত। কী করবো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, খরচ অনেক বেশি।”

ক্যান্সারের বিভিন্ন পর্যায়ের চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য খরচের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেই তুলনামূলকভাবে পার্থক্য কম।

হাসপাতালের খরচ ও যাতায়াত সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে যারা ঢাকায় চিকিৎসা নিতে আসছেন তাদের জন্য খরচ বহন করা বরাবরই তাই কষ্টসাধ্য।

বাংলাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান জাফর মো. মাসুদ বলছিলেন হাসপাতালের খরচ ছাড়া ওষুধের দাম সবখানেই এক। তিনি মনে করেন এই বিশাল খরচ কমাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সহযোগিতা দরকার।

জাফর মো. মাসুদ  বলেন, “হয়তো সরকারি হাসপাতালে, হাসপাতাল খরচটা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু ওষুধের দাম একই। এক্ষেত্রে কমিউনিটিকে ইনভল্ভড হতে হবে। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে বিশ্বের সব জায়গায় যাদের অর্থ আছে তারা সরকারের সাথে সাহায্য করে।”

বাংলাদেশে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট বলছে বর্তমানে দেশে ১২ থেকে ১৪ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। আর প্রতিবছর প্রায় দেড় লক্ষের মত মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন এই রোগে।–বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া