adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগ্রহী হলে সালাহউদ্দিনকে প্রধান কোচের দায়িত্ব দিতে আপত্তি নেই বিসিবি সভাপতির

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটাঙ্গনে সালাহউদ্দিন একটি পরিচিত নাম। তবে খেলোয়াড় হিসাবে নয়, তার ব্যাপক পরিচিতি একজন দক্ষ কোচ হিসাবে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ও লিটন দাসের গুরু তিনি। যখনই ফর্ম পড়ে যায়, তখনই আশ্রয় নেন গুরু মোহাম্মদ সালাহউদ্দিনের। এতে ফলও পান তারা। এ কারণেই বোধহয় বাংলাদেশের ক্রিকেটাররা সালাহউদ্দিনকে দেশসেরা কোচ মনে করেন।
এদিকে দেশরূপান্তর জানায়, চলমান বিপিএলে তার ম্যাজিকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স জায়গা করে নিয়েছে ফাইনালে। সোমবার কোয়ালিফায়ারের সেই জমজমাট ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয় সালাউদ্দিনকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কিনা সে সম্পর্কে।
জবাবে পাপন বলেন, আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম। আসলে কারা কারা আগ্রহী। আমার জানামতে, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সাথে আমরা অনেকবারই যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কারা আবেদন করেছে কারা করেনি, আপনারা জানেন।
পাপন আরো বলেন পাপন, স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি ঐ মানের… উনার মতো বা আরও আছেন ২-১ জন। তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিৎ… আমাদের সাথে সম্পৃক্ত করা।
এর আগে দেশি এই কোচকে প্রশংসায় ভাসিয়েছিলেন কুমিল্লার ইংলিশ তারকা মঈন আলী। সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নন, সেটিও অবাক করেছিল মঈনকে। তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছিল কি না। সে যা-ই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু থেকেই তিনি দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ সালাউদ্দিন। দলটিকে জিতিয়েছেন চারটি বিপিএল শিরোপাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া