adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ৫০ নারী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শেষদিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ৫০ জন নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার এসব তথ্য জানান।

এই রিটার্নিং কর্মকর্তা বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫০ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছিল। কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের প্রার্থী ও দুজন জাতীয় পার্টির। এসব প্রার্থীদের নামে মঙ্গলবার গেজেট ঘোষণা হবে, যেহেতু সোমবার সরকারি ছুটির দিন।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হলেন যারা-

রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
আশিকা সুলতানা (নীলফামারী)
রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)
রুনু রেজা (খুলনা)
ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
ফারজানা সুমি (বরগুনা)
খালেদা বাহার বিউটি (ভোলা)
ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)
অ্যারোমা দত্ত (কুমিল্লা)
লায়লা পারভীন (সাতক্ষীরা)
মুন্নুজান সুফিয়ান (খুলনা)
বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)
শবনম জাহান (ঢাকা)
পারুল আক্তার (ঢাকা)
সাবেরা বেগম (ঢাকা)
শাম্মী আহমেদ (বরিশাল)
নাহিদ ইজহার খান (ঢাকা)
ঝর্ণা আহসান (ফরিদপুর)
ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)
সাহেদা তারেক দীপ্তি (ঢাকা)
অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
শেখ আনার কলি পুতুল (ঢাকা)
মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী)
তারানা হালিম (টাঙ্গাইল)
শামসুন নাহার (টাঙ্গাইল)
মেহের আফরোজ চুমকি (গাজীপুর)
অপরাজিতা হক (টাঙ্গাইল)
হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
নাজমা আক্তার (গোপালগঞ্জ)
ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)
আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
কানন আরা বেগম (নোয়াখালী)
শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
ফরিদা খানম (নোয়াখালী)
দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি)
সানজিদা খানম (ঢাকা)
নাছিমা জামান ববি (রংপুর)
নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)
রুমা চক্রবর্তী (সিলেট)
অন্যদিকে জাতীয় পার্টি (জাপা) থেকে সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম ও দলের ভাইস চেয়ারম্যান নুরুন নাহার এমপি নির্বাচিত হয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া