adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সেমির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান বাদ

Ban-West 1ফতুল্লা স্টেডিয়াম থেকে জহির ভূইয়া
ফতুল্লার উইকেটে আজ পাকিস্তান অনু-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে ১১ র্ফেরুয়ারী দ্বিতীয় সেমিতে বাংলাদেশের বিপক্ষে খেলার ছাড়পত্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে পাকিস্তান অনু-১৯ দলকে ওয়েস্ট ইন্ডিজ ২২৭ রানে আটকে দেয়। ৫ উইকেটে ২২৭ রানে যাবার কথা না থাকলেও মিডল অর্ডারে উমর মাসুদের ১১৩ রান আর সালমানের ৫৮ অপরাজিত ইনিংসে পাকিস্তান ঐ রান সংগ্রহ করে। ২২৮ রানের জবাবটা ওয়েস্ট ইন্ডিজ দেখে শুনেই দিয়েছে। টপ অর্ডারের একজন ছাড়া অন্য সকলেই ধারাবাহিক রান করেছে। ১০ ওভার অক্ষত রেখেই ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয়। ৫ উইকেটে ২২৯ রান, ৪০ ওভার।

২২৮ রানের জবাবে ওপেনার গিডরন পোপ ২৫ রানে ফেরত যান। দ্বিতীয় জুটিতে অপর ওপেনার টিভিন আর ওয়ান ডাউনে নামা সিমরন হিটমায়ার দলীয় রান ৪৫ থেকে ১২২ পর্যন্ত টেনে নিলে জয়টা নিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এই দুই জনেই ফিফটি করলেন। ৫৪ রানে টিভিন আর ৫২ রানে সিমরন হিটমায়ার ফেরত যান। মিডল অর্ডারে কার্টি ৭ রানে রান আউট হওয়া ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ছোটদের ব্যাটিং লাইনে আর কোন ব্যর্থতা ছিল না।

৪ উইকেটে ১৪৭ থেকে দলীয় স্কোর ১৯০ হবার পর ৩৭ রান করা সেট হওয়া ব্যাটসম্যান সামার ফেরত যান ক্যাচ দিয়ে। জয় পেতে ১৫.২ ওভারে ৩৮ রান প্রয়োজন, হাতে অক্ষত ৫ উইকেট। তেমন কোন বড় ধাক্কা না এলে জয় তো নিশ্চিতই। এরপর ২৭ রান করলেন গোলি আর ১৪ রান পাউলের। ৫ উইকেটে সংগ্রহ ২২৯ রান। আর ওভার ব্যয় হয়েছে ৪০টি। 

এর আগে সকালে টস জিতে পাকিস্তান যেভাবে রানের পাহাড় গতে চেয়েছিল সেটা শুরুতে হয়নি। কারন ওয়েস্ট ইন্ডিজ অনু-১৯ দলের বোলাররা পাক ছোটদের দলের ব্যাটসম্যানদের দাঁড়াতে দেয়নি। টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানই সেট হবার পর আউট হয়েছে। মনেই হয়নি পাক শিবির ২২৭ রানে যেতে পারবে! সেটাই করে দেখিয়েছে মিডল অর্ডার।

ওপেনার জিসান মাল্লিক মাত্র ৩ রানে ফিরতি ক্যাচ দিলেন। আর অপর ওপেনার মাহমুদ সঙ্গী হিসেবে ওয়ান ডাউনে নামা শাহাব খানকে নিয়ে জুটি দাঁড় করানোর আগেই শেষ। ১ রানে ফেরত গেলেন শাহাব খান আর ৮ রানে ফেরত গেলেন মাহমুদ। ৩ উইকেটে পাকদের স্কোর বোর্ডে জমা হয়েছে মাত্র ২১ রান! এরপর তো আরও খারাপ পরিস্থিতি তৈরি হয় ৪র্থ ব্যাটসম্যান মিডল অর্ডারে ইনিংম মেরামত করার বদলে ১০ রানে সাঁজ ঘরে ফেরত গেলে। ৪০ রানে ৪ উইকেট! আর ৫ম ব্যাটসম্যান হাসান মহসিন ১৯ রান করে ফেরত যান। 

৫৭ রানে ৫ উইকেটের পতনের পর মনে হয়েছে শেষ কোয়ার্টার ফাইনালটা বুঝি একতরফাই হচ্ছে! কিন্তু ৬ষ্ঠ উইকেট জুটিতে উমর মাসুদ আর সালমান ফায়েজ যা করলেন তাতে বুঝিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেটাররা কখন যে কি করে বসে তা কেউ আগাম বলতে পারবে না। ৫৭ থেকে ২২১ রান পর্যন্ত চলে দুই মিডল অর্ডারের ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর ছড়ি চালানোর পর্ব। শেষ পর্যন্ত ১১৩ রানে ফেরত যাবার আগ পর্যন্ত উমর মাসুদ আর সালমান করলেন ১৬৪ রানে বিশাল জুটি। যা পাকিস্তান ছোটদের দলকে অনেকখানি লড়াই করার পথ দেখায়।

১১৩ বলে ১৫টি চার আর ২টি ছক্কার মার দিয়ে ১১৩ রানের সেঞ্চুরি ইনিংসটি শেষ হয় জনের হাতে ফিরতি ক্যাচ দিয়ে। কিন্তু ৮০ বলে ৩ চার আর ১ ছয়ে ৫৮ রান করে সালমান মাথা নত করলেন না। রয়ে গেলেন অপরাজিত। আর ১ রানে অপরাজিত রইলেন নতুন ব্যাটসম্যান হাসান খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া