adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত ক্রিকেট নক্ষত্রকে অপমান, বিসিসিআইকে তুলোধুনা গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক: মারা গেছেন চারদিন আগে। তবে তাকে সম্মান প্রদর্শন এলো তিন দিন পরে। শনিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে কালো আর্মব্যান্ড পরে নামলো প্রয়াত দত্তাজিরাও গায়কোয়াডের সম্মানে। যিনি ভারতের বয়স্কতম টেস্ট ক্রিকেটার হিসাবে জীবিত ছিলেন। মৃত্যুর তিন দিন পর কেন প্রয়াত মহীরুহকে সম্মান জানানো হল, সেই প্রশ্নই এবার তুলে দিলেন গাভাস্কার।

দত্তাজিরাও গায়কোয়াড যেদিন প্রয়াত হলেন, তার ঠিক দুদিন পরেই তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা ছিল। তবে পুরো বিষয়টি সম্ভবত উপেক্ষা করে গিয়েছিল বিসিসিআই। দ্বিতীয় দিনেও টিম ইন্ডিয়াকে কালো আর্মব্যান্ড পরতে দেখা যায়নি। – ইন্ডিয়ান এক্সপ্রেস

মৃত্যুর দিনে বোর্ডের তরফে শুকনো শোকপ্রকাশ করে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে শোক জ্ঞাপন করে বলা হয়েছিল, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। উনি ১১টি টেস্ট খেলেছেন এবং ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে দলের নেতৃত্বও দেন। তার নেতৃত্বে, বরোদা ১৯৫৭/৫৮ সিজনে রঞ্জি ট্রফিও জিতেছিল, ফাইনালে সার্ভিসেসকে পরাজিত করে। বোর্ড গায়কোয়াড়ের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।

সুনীল গাভাস্কার বোর্ডের এই নীতিতেই একহাত নিয়েছেন। বলে দিয়েছেন, দেরিতে হলেও অবশেষে ভালো হল। ওঁরা প্রথম দিনেই এটা করতে পারতো। উনি ভারতের হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ক্যাপ্টেন ছিলেন। সেই সিরিজের চারটে ম্যাচেই উনি অধিনায়ক ছিলেন। একটিতে নেতা হন স্বয়ং পঙ্কজ রায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া