adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুলের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার বিচারপতি এম আর হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্টের অবকাশকালীন  বেঞ্চ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যরিস্টার একেএম এহসানুর রহমান।চলতি বছরের ৩ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ফেরদৌস খলিল নামে পুলিশের এক সদস্য মারা যান। এ ঘটনায় ফখরুলসহ বিএনপির বেশ কজন শীর্ষনেতাকে আসামি করে রমনা থানায় মামলাটি দায়ের করে পুলিশ।এর আগে, রমনা ও শাহবাগ থানার দায়ের করা পৃথক তিনটি মামলার দুটিতে ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন সিএমএম আদালত। তবে, রমনা থানার অপর একটি মামলায় তাকে অস্থায়ী জামিন  দেওয়া হয়।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিএমএম আদালতের বিচারক রেজাউল করিম শুনানি শেষে এ রায় দেন।মির্জা ফখরুলের উপস্থিতিতে তার জামিন আবেদনের শুনানি শুরু হয়। এ তিনটি মামলায় তার জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।শুনানি উপলক্ষে সকালেই গাজীপুরের কাশিমপুর কারাগার  থেকে তাকে সিএমএম আদালতে আনা হয়।মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের এ আবেদন করেন।২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে রাজধানীর রমনা ও শাহবাগে এ তিনটি মালা দায়ের করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া