adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগর তলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। খবর রয়টার্সের।

পিয়ংইয়ংয়ের দাবি, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক মহড়ার প্রতিবাদে তাদের এ পদক্ষেপ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোনের সক্ষমতা যাচাই করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে কোথায় পরীক্ষা চালানো হয়েছে, তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, দেশটির পূর্ব উপকূলে হয়েছে এ পরীক্ষা।

পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের মাঝে উত্তেজনা অনেক দিনের। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে তিনদিনের মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নৌবাহিনী। উন্নত যুদ্ধ সরঞ্জাম ও কৌশল প্রদর্শনের এ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া