adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির নিয়ম কানুন কি বলছে, রোহিত শর্মার ব্যাটিং কি বৈধ ছিল?

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তৃতীয় ম্যাচেই স্বরূপে ধরা দিলেন হিটম্যান। এতে পুড়েছে আফগানিস্তান। স্বাদ পেতে হয়েছে হোয়াইটওয়াশের। তবে তৃতীয় ম্যাচটিতে ভারতের জয় সহজে ধরা দেয়নি। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছিল ম্যাচ। কখনো আফগানিস্তান তো কখনো ভারত। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ওই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দুটি সুপার ওভারের ম্যাচ দেখে ক্রিকেট বিশ্ব। যেখানে প্রথম সুপার ওভারে রিটায়ার হার্ট ছিলেন ভারতীয় অধিনায়ক। তারপরও দ্বিতীয় সুপার ওভারে খেলেছেন তিনি। চ্যানেল২৪

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটসম্যান পরের সুপার ওভারে নামতে পারেন না। বুধবার রাতে প্রথম সুপার ওভারে মাঠ ছেড়ে যাওয়া রোহিত দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করেন।
ম্যাচশেষে ভারত দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, রোহিত রিটায়ার আউট ছিলেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সুপার ওভারে ভারত অধিনায়কের ব্যাটিং বৈধ ছিল না।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪২৪ রানের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও দুই দলই তোলে ১৬ রান করে। এই সুপার ওভারে আফগানিস্তানের দেয়া ১৭ রানের লক্ষ্যে ভারত ১৬ রান তুলতে পারে রোহিতের দুটি ছক্কায়। তবে শেষ বলে রোহিত ছিলেন নন–স্ট্রাইকে। ভারতের প্রয়োজন ছিল ২ রান। এ সময় রোহিত উঠে গিয়ে রিংকু সিংকে মাঠে পাঠান। কারণটা সহজে অনুমেয়, এর আগে ২০ ওভার ব্যাটিং করা রোহিতের চেয়ে রিংকু দ্রুত প্রান্ত বদল করতে পারবেন। স্পষ্টতই, স্বেচ্ছা অবসর নিয়েছেন রোহিত, যার অর্থ তিনি রিটায়ার আউট।

প্রথম সুপার ওভারের শেষ বলে ভারত ১ রানের বেশি না তুলতে পারায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। স্বেচ্ছায় মাঠ ছেড়ে যাওয়া রোহিত আবারও মাঠে নামেন। ভারত অধিনায়ক আফগান পেসার ফরিদ আহমেদের প্রথম ৩ বলে তোলেন ১১ রান। এবার ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান আটকে যায় ১ রানেই।

ম্যাচ শেষে ভারতীয় কোচ বলেন, তাতে রোহিত আউট ছিলেন বলেই ধারণা পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের ঘটনাকে। ২০২২ আইপিএলে লক্ষ্ণৌর বিপক্ষে রাজস্থানের হয়ে খেলা অশ্বিন ২৩ বলে ২৮ রান করে নিজেকে আউট ঘোষণা করেন। আইপিএলে কৌশলগত আউটের যেটি প্রথম ঘটনা। রাহুল বলেছেন, ‘নিজেকে ওই সময়ে আউট করা অশ্বিন পর্যায়ের চিন্তাভাবনা।’

তবে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের অবশ্য পুরো বিষয়টি সম্পর্কে ধারণাই নেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে? বলতে চাচ্ছি, এটা নতুন কিছু। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা নিয়মগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা করছি, নীতিমালাকে পরীক্ষা করছি।’
নিয়ম অনুযায়ী প্রথম সুপার ওভারে বল করা বোলার এর পরের সুপার ওভারে বল হাতে নিতে পারেননি। যে কারণে প্রথম সুপার ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে বোলিং করালেও পরেরটিতে ফরিদের দ্বারস্থ হতে হয় আফগানিস্তানকে।

আউট হওয়া ব্যাটসম্যানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হলেও রোহিত কীভাবে ব্যাটিং করেছেন, সেটি একটি বড় প্রশ্ন। যদিও আইসিসি বা ম্যাচ অফিশিয়ালসদের কারও বক্তব্য পাওয়া যায়নি। ভারতের কোচ রোহিতকে ‘রিটায়ার আউট’ বললেও তিনি আদতে ‘রিটায়ার হার্ট’ ছিলেন, না অন্য কোনো নিয়মের আওতায় পড়েছেন-এমন কৌতূহল তাই রয়েই গেল।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া