adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের সংবাদ সম্মেলনে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবারের প্রশ্নে বিএনপির সহিংসতার বিষয়টি সামনে আনা হয়েছে। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান, সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনের সময় বিএনপির সহিংসতামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।

অপর এক প্রশ্নে নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না তা নির্বিশেষে যেই করুক না কেন।
এর আগে গত ৯ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন বিষয়ে কথা বলেন ডুজারিক।

সে সময়ে তিনি বলেন, মহাসচিব খুব স্পষ্টভাবে সব সব ধরনের সহিংসতা পরিহার করার আহবান জানিয়েছেন। এর লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাবার অধিকারের প্রতি যেনো পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা নিশ্চিত করা। বাংলাদেশে গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটা অত্যন্ত জরুরি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া