adv
১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নেশন্স কাপ ফুটবল ১৩ জানুয়ারি শুরু, চ্যাম্পিয়ন দল ৭৬ কোটি ৫১ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: আইভরিকোস্টে শুরু হচ্ছে এবারের আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের আসর। আসন্ন আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে রেকর্ড সাত মিলিয়ন ডলার পাবে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৬ কোটি ৫১ লাখ টাকার সমান। আফ্রিকান ফুটবল কনফেডারশন (সিএএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দুই বছর আগে ক্যামেরুনে সর্বশেষ আসরে সেনেগাল যা পেয়েছিল, সেটার চেয়ে ৪০ শতাংশ বেশি এবার পাবে বিজয়ী দল। আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আইভরিকোস্টে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির রানার্স-আপ দল পাবে চার মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৩ কোটি ৭২ লাখ টাকার সমান। চ্যানেল২৪

বিবৃতিতে বলা হয়, সেমিফাইনালে পরাজিত দল প্রত্যেকে পাবে আড়াই মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালের দলগুলো প্রত্যেকে পাবে ১ দশমিক ৩ মিলিয়ন ডলার।
এবারের আসরে স্বাগতিক আইভরিকোস্ট এবং রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরসহ ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী ১৩ জানুয়ারি আবিজানের ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এ্যালাসানে ওটারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গিনি বিসাও এবং দুইবারের চ্যাম্পিয়ন আইভরিকোস্ট। আগের তিন আসরে গিনি বিসাও কোনও ম্যাচে জয়ী হতে পারেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া