adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দিলে দূরপাল্লার বাস চলবে

news_imgনিজস্ব প্রতিবেদকঃ নাশকতায় ভুক্তভোগীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দিলে দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের বাস মালিক সমিতির নেতারা। মঙ্গলবার বিকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে উত্তরাঞ্চলের বাস পরিবহণ মালিক সংগঠনগুলোর আয়োজনে পরিবহণে হামলা-নাশকতারোধ সংক্রান্ত এক বৈঠকে এমন প্রস্তাব রাখেন তারা।

রংপুর বিভাগীয় আঞ্চলিক বাস পরিবহণ মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন বাদল বলেন, গাড়ি চলছে এবং চলবে। কিন্তু পরিবহণের শ্রমিকরা জ্বলছে তাদের কী হবে?

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার যদি নাশকতার শিকার হওয়া পরিবহণ শ্রমিকদের, বাস মালিকদের, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দিতে রাজি হন, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি-পুরো উত্তরাঞ্চলে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই দূরপাল্লার বাস চলবে।

তিনি বলেন, সরকারকে আমাদের নিশ্চয়তা দিতে হবে। যেমন-আমাদের গাড়ির কাঁচ ভাঙলে কত টাকা দেবেন। আমাদের সিট পুড়লে কত টাকা দেবেন। আমাদের শ্রমিকরা দগ্ধ হলে কী পরিমাণে ক্ষতিপূরণ দেবেন ইত্যাদি।

তার এই প্রস্তাবের সঙ্গে বগুড়া, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের অন্যান্য পরিবহণ মালিকরা একমত হন।

পরিবহণ নেতারা বলেন, আমাদের এসব দাবি বা চাহিদার নিশ্চয়তা দিলে বুধবার থেকে পুরোদমে উত্তরাঞ্চলের হাইওয়েতে দূরপাল্লার বাস চলবে। এ সময় আমাদের সঙ্গে পুলিশ ও বিজিবির নিরাপত্তা দলও থাকতে হবে।

বৈঠকে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া