adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতুরাসিংহেসহ বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা দেশে ফিরে গেছেন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সোমবার রাত ১০.৪০ মিনিটে পৌঁছানোর কথা। তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন না বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন। বাকিরা ছুটিতে যে যার দেশে যাবেন। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।

নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত।
এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপাবেন নাজমুলরা। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিতে গেছে জাতীয় দলের কোচিং প্যানেল।
ম্যাকডরমটের সঙ্গে বিসিবির চুক্তি ছিল গত নভেম্বর অবধি। তবে বোর্ডের চাওয়ায় নিউজিল্যান্ড সফরে যান তিনি।

এই সফর দিয়ে ম্যাকডরমটের মতো ট্রেনার নিক লি-র সঙ্গেও বিসিবির চুক্তি শেষ। বোর্ড সূত্র জানিয়েছে, তারা নিউজিল্যান্ড থেকে আর দেশে ফিরবেন না। তাদের সঙ্গে আবার চুক্তি বাড়ানো হবে কিনা সেটি পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। অন্যথায় এই দুই দায়িত্বে নতুন কাউকে বসাবে ক্রিকেট বোর্ড।

এই সফরের জন্য কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয় আফগানিস্তানের বংশোদ্ভুত মহসিন শেখকে। তিনিও হেড কোচ হাতুরাসিংহের মতো অস্ট্রেলিয়ার ফিরে গেছেন। সহকারী কোচ নিক পোসাথও ছুটিতে নিজ দেশে গেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া