adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সম্পদ বেড়েছে ৩ গুণ, স্ত্রীর দ্বিগুণ

ডেস্ক রিপাের্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের গত পাঁচ বছরে সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। দুই গুণের বেশি সম্পদ বেড়েছে তার স্ত্রীর শেরীফা কাদেরের সম্পদ। ব্যাংকে নগদ টাকা, বাড়ি ভাড়া ও শেয়ারও বেড়েছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দম্পতির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফ নামায় এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। সেই হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নগদ টাকা রয়েছে, ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা আর পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩। স্ত্রী শেরীফা কাদেরের নগদ সম্পদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা আর এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা, স্ত্রীর ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের হলাফনামায় উল্লেখ করেছিলেন, কৃষিবাড়ি ভাড়া, ব্যবসা, শেয়ার বা সঞ্চয়পত্র, চাকুরিতে তার বাৎসরিক আয় নেই। প্রার্থীর ওপর নির্ভরশীলদের বাড়ি ভাড়ার ওপর আয় ১১ লাখ ৫৮ হাজার টাকা, ব্যবসা থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি উল্লেখ করেছেন, বাড়ি ভাড়া থেকে তার আয় ৩ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র আছে ৩০ লাখ টাকা আর প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় দশ লাখ টাকা। আগে চড়তেন ৪০ লাখ টাকা দামের প্রাডো জীপে, এখন চড়েন ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকার জীপ গাড়িতে।

পাঁচ বছর আগে স্ত্রী শেরীফা কাদের চড়তেন ১৫ লাখ টাকার গাড়িতে, এখন তিনি চড়েন ৮০ লাখ টাকার জিপ গাড়িতে। নিজ ও স্ত্রীর নামে জমি, বাড়ি, স্বর্ণালঙ্কার বাড়েনি। জিএম কাদের নামে তিনি ঋণ মুক্ত।

এদিকে, বিগত সংসদ নির্বাচনের সময় তার নামে কোনো মামলা না থাকলে এবার তার নামে একটি ফৌজদারি মামলা গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন বলে তিনি উল্লেখ করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনের দুটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি রংপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জাতীয় পার্টির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া