adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের যেসব এমপি মনোনয়ন বঞ্চিত হলেন

ডেস্ক রিপাের্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টির দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে দেখা গেছে বেশকিছু আসনে নতুন মুখ এসেছে এবং বর্তমান সংসদের ৭১ জন সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যেসব আসনে পরিবর্তন এসেছে-

পঞ্চগড়-১ আসনে মো. নাঈমুজ্জামান ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে আসনটিতে থাকা বর্তমান সংসদ মো. মজাহারুল হক প্রধান বাদ পড়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পাননি আসনটির সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম। তার পরিবর্তে আসনটিতে মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাজহারুল ইসলাম।

রংপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন রাশেক রহমান। এতে আসনটিতে থাকা বর্তমান সংসদ এইচ এন আশিকুর রহমান প্রধান বাদ পড়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনে এম এ মতিন বাদ পড়েছেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। একইসঙ্গে কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন মো. বিপ্লব হাসান। আসনটির বর্তমান সংসদ সদস্য মো. জাকির হোসেন বাদ পড়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন গাইবান্ধা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। তার পরিবর্তে মো. আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বগুড়া-৫ আসনে মো. মজিবর রহমান (মজনু) মনোনয়ন পেয়েছেন। এতে বাদ পড়েছেন মো. হাবিবর রহমান। এ ছাড়া নওগাঁ-৩ আসনে মো. ছলিম উদ্দীন তরফদার বাদ পড়েছেন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। পাশাপাশি নওগাঁ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন মো. নাহিদ মোর্শেদ। এতে বাদ পড়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দীন প্রামাণিক।

রাজশাহী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহা. আসাদুজ্জামান আসাদ। এতে বাদ পড়েছেন আসনটির বর্তমান সংদস সদস্য মো. আয়েন উদ্দিন। আর রাজশাহী-৪ আসনে এনামুল হকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। একইসঙ্গে রাজশাহী-৫ আসনে মো. মনসুর রহমানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল ওয়াদুদ। এ ছাড়া সিরাজগঞ্জ-২ আসনে বাদ পড়েছেন মো. হাবিবে মিল্লাত। আসনটিতে মনোনয়ন পেয়েছেন মোছা. জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. শফিকুল ইসলাম। এ ছাড়া সিরাজগঞ্জ-৬ আসনের বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন চয়ন ইসলাম।

পাবনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন গালিবুর রহমান শরীফ। বাদ পড়েছেন মো. নুরুজ্জামান বিশ্বাস। মেহেরপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক। এতে বাদ পড়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।

ঝিনাইদহ-৩ আসনে বাদ পড়েছেন মোঃ শফিকুল আজম খাঁন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন মো. সালাহ উদ্দিন মিয়াজী। এ ছাড়া যশোর-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. তৌহিদুজজামান। এতে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য মো. নাসির উদ্দিন। একইসঙ্গে যশোর-৪ আসনে রনজিত কুমার রায়ের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন এনামুল হক বাবুল। এ ছাড়া মাগুরা-১ মো. সাইফুজ্জামান শিখর এর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বাগেরহাট-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলন এর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন এইচ এম বদিউজ্জামান সোহাগ। খুলনা-১ আসনে বাদ পড়েছেন পঞ্চানন বিশ্বাস। আসনটিতে মনোনয়ন পেয়েছেন ননী গোপাল মন্ডল। একইসঙ্গে খুলনা-৩ আসনে বেগম মন্নুজান সুফিয়ানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন এস এম কামাল হোসেন। পাশাপাশি খুলনা-৬ আসনে আক্তারুজ্জামান বাবুর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. রশীদুজ্জামান। এ ছাড়া সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. আসাদুজ্জামান বাবু। এতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এস এম আতাউল হক। এতে বাদ পড়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বরগুনা-২ আসনে বাদ পড়েছেন শওকত হাচানুর রহমান (রিমন)। আসনটিতে মনোনয়ন পেয়েছেন সুলতানা নাদিরা।

মনোনয়ন বঞ্চিত হয়েছেন বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শাহে আলম। তার আসনে মনোনয়ন পেয়েছেন তালুকদার মো. ইউনুস। একইসঙ্গে মনোনয়ন পাননি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। তার আসনে মনোনয়ন পেয়েছেন শাম্মী আহমেদ।

এ ছাড়া টাঙ্গাইল-৩ আসনের বর্তমান এমপি আতাউর রহমান খান মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন কামরুল হাসান খান। টাঙ্গাইল-৪ আসনে হাছান ইমাম খান সোহেল হাজারীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. মোজহারুল ইসলাম তালুকদার। একইসঙ্গে মনোনয়ন পাননি টাঙ্গাইল-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন মো. মামুন-অর-রশিদ। পরিবর্তন এসেছে টাঙ্গাইল-৮ আসনেও। আসনটিতে মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজাহান জয়। আর বাদ পড়েছেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

জামালপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন নূর মোহাম্মদ। আসনটিতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ। একইসঙ্গে জামালপুর-৪ আসনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. মাহবুবুর রহমান। এ ছাড়া জামালপুর-৫ আসনে মো. মোজাফফর হোসেনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। পাশাপাশি শেরপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন এ ডি এম শহিদুল ইসলাম। আসনটিতে বর্তমান সংসদ সদস্য রয়েছেন প্রকৌশলী একেএম ফজলুল হক।

এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন পেয়েছেন নিলুফার আনজুম। অন্যদিকে ময়মনসিংহ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ। একইসঙ্গে ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম।

নেত্রকোনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন মোশতাক আহমেদ রুহী। এতে বাদ পড়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মানু মুজুমদার। একইসঙ্গে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ওয়ারেসাত হোসেন বেলালকে বাদ দিয়ে দলের সাংগঠনিক সম্পাদক মো. আহমেদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন আবদুল কাহার আকন্দ। বাদ পড়েছেন নূর মোহাম্মদ। পাশাপাশি মানিকগঞ্জ-১ আসনে এ. এম নাঈমুর রহমান দুর্জয়ের পরিবর্তে মো. আব্দুস সালামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পরিবর্তন এসেছে ঢাকার বেশ কয়েকটি আসনে। ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন হারুনর রশীদ মুন্না। এতে বাদ পড়লেন কাজী মনিরুল ইসলাম। ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিমের পরিবর্তে তার ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা-১০ আসনে মো. শফিউল ইসলামের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। এতে বাদ পড়লেন আসনটির বর্তমান সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। এ ছাড়া ঢাকা-১৩ আসনে মো. সাদেক খানের পরিবর্তে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টুর পরিবর্তে মো. মাইনুল হোসেন খান মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া গাজীপুর-৩ আসনে মুহাম্মদ ইকবাল হোসেনের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রুমানা আলী। নরসিংদী-৩ আসনে বাদ পড়েছেন জহিরুল হক ভূঞা মোহন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন ফজলে রাব্বি খান।

সুনামগঞ্জের দুটি আসনে পরিবর্তন এসেছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের পরিবের্ত মনোনয়ন পেয়েছেন রনজিত চন্দ্র সরকার এবং সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এ ছাড়া সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ মনোনয়ন পেয়েছেন। আসনটির বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

পাশাপাশি নেছার আহমদের মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান। এ ছাড়া হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনওয়াজের পরিবর্তে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী ও হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খানের পরিবর্তে ময়েজ উদ্দিন শরীফ মনোনয়ন পেয়েছেন।

এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোহাম্মদ এবাদুল করিমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ফয়জুর রহমান। এ ছাড়া কুমিল্লা-১ আসনে মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার জায়গায় মো. আবদুস সবুর এবং কুমিল্লা-৮ আসনে নাছিমুল আলম চৌধুরীর পরিবর্তে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দিন খান আলমগীরের পরিবর্তে সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনে মো. নুরুল আমিনের জায়গায় মোফাজ্জল হোসাইন চৌধুরী মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী মনোনয়ন পাওয়ায় বাদ পড়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মাহাবুব উর রহমান। একই সঙ্গে চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমের পরিবর্তে এস এম আল মামুন এবং চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। পাশাপাশি কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়ন পাননি। আসনটিতে মনোনয়ন পেয়েছেন সালাহ উদ্দীন আহমদ।

পাশাপাশি ফরিদপুরের দুটি আসনে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফরিদপুর-১ আসনে মনজুর হোসেনের পরিবর্তে মো. আব্দুর রহমান ও ফরিদপুর-৩ আসনে খন্দকার মোশাররফ হোসেনের পরিবর্তে শামীম হক মনোনয়ন পেয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া