adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরােধের শেষ দিন – ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপাের্ট: বিএনপির ডাকা সারাদেশে তিন দিনব্যাপী অবরোধ সমর্থনে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পাশাপাশি জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারিরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ এবং পিকেটিং করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ চারজনকে আটক করে পুলিশ।
অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতাকর্মীরা তিনটি বাস ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় সেখানে ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সময় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেনে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া