adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপে সরকারের আপত্তি আছে : পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপাের্ট: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আকতারের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রাক নির্বাচনী মিশনের পরামর্শের সাথে যুক্তরাষ্ট্রও একমত বলে জানান তিনি।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব বলেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকারের প্রতিশ্রুতি ফের জানিয়েছে ঢাকা।

সচিব বলেন, টাকা খরচ করে নির্বাচন পর্যবেক্ষক আনার অবস্থায় বাংলাদেশ নেই। জনসমক্ষে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা অযাচিত হস্তক্ষেপ করলে সরকারের আপত্তি আছে। বন্ধু হিসেবে কূটনৈতিক চ্যানেলে বললে তা বিবেচনা করবে ঢাকা।

সচিব বলেন, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক পাঠালে তাদের যা সহযোগিতা প্রয়োজন তা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে বলে জানানো হয়েছে।

নির্বাচনের আগে আর কোনো চুক্তি বা সমঝোতা সইয়ের সম্ভাবনা নেই বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন সফররত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

এর পরপরই এক ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফরের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এছাড়াও দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। – নিউজ২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া