adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ব্যবহারের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: রোববার ভারতে বাংলাদেশ দলের হোটেল থেকে নিরাপত্তা সদস্যদের বলে সাংবাদিকদের বিতাড়িত করেন উইকেট কিপার-ব্যাটার লিটন দাস। তার এমন কর্ম মুহূর্তেই সরগরম হয়ে যায় দেশের ক্রিকেট। ঘটনার রেশ কাটতে না কাটতেই অবশ্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন। – ক্রিকফ্রেঞ্জি

ভারতের বিপক্ষে খেলতে গত শনিবার চেন্নাই থেকে পুনেতে পৌঁছায় বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
এর আগে দুদিনের পূর্ণ বিশ্রামের নির্দেশ পেয়েছেন ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে শুরু হবে তাদের অনুশীলন। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন না থাকায় বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হাজির হন পাঁচ তারকাবিশিষ্ট কনরাড হোটেলে।
সেই হোটেলে দুপুরের খাবার খেতে বের হওয়া তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদরা কুশল বিনিময় করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। যদিও ব্যতিক্রম ছিলেন লিটন। হোটেলে নিরাপত্তা কর্মীদের ডেকে সেখান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দিতে বলেন তিনি।

আজ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে লিটন লিখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এতো গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রত্যাশিতভাবে তিন ম্যাচেই খেলেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে ১৩ ও ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া