adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে ১০০০ গোল করার ঘোষণা দিলেন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে আসর থেকে বিদায় নেয় পর্তুগাল। সেই সময় অনেকেই দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছিলেন। কিন্তু লোকটা যে রোনালদো তা তারা ভুলেই গিয়েছিলেন। কিন্তু তিনি অবসরের ঘোষণা না দিয়ে খেলা চালিয়ে যেতে থাকেন। 

তিনি খেলছেন না ম্যাচের পর ম্যাচ গোল করে চলেছেন। কাতার বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে করেছেন ৭ গোল। সবশেষ ইউরো বাছাই পর্বের ম্যাচে জোড়া গোল করেন সিআরসেভেন। এতে করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের টিকিট কাটে তার দেশ পর্তুগাল।

ইউরো বাছাই পর্বে স্লোভাকিয়া বিপক্ষে করা দুই গোল মিলে রোনালদো ফুটবল ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৮৫৭টি। যেখানে আন্তর্জাতিক গোল ১২৫টি। তবে নামের পাশে এত গোল দেখেও শান্তি পাচ্ছেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। সম্প্রতি তিনি জানিয়েছেন নামের পাশে তিনি ১ হাজার গোল দেখতে চান। আর এর জন্য মজা করে একটি বাজি ধরার কথাও জানিয়েছেন তিনি। – গোলডটকম
গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে রোনালদো ক্যারিয়ারে ১ হাজার গোল করার বাজিটি ধরেছেন মূলত এফসি পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তোর সঙ্গে। আসলে প্রস্তাবটি এসেছিল মূলথ পিন্তোর কাছ থেকেই। দু’জনের কথার এক পর্যায়ে রোনালদো ক্যারিয়ারে ১ হাজার গোল করার বাজি ধরতে চান কি না এমনটা জানতে চেয়েছিলেন নুনো। সঙ্গে সঙ্গে পর্তুগিজ তারকা সেটি গ্রহণ করেন।

রোলদো বলেন, বিষয়টি বেশ কঠিন। তবে এটি আমার মানসিকতা ও অনুপ্রেরণার বিষয়ও। আমি যেমন চাই আমরা পা যদি তেমন আচরণ করে তাহলে হয়ত হয়ে যাবে। তবে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। তারপর ১ হাজার গোলের চিন্তা। তবে আমার মনে হয়ে আমি সে লক্ষ্যে পৌঁছাতে পারব।

তার মানে ধরে নেয়া যায় রোনালদো ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পরও তার ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাবেন। ধারণা করা হচ্ছে হয়ত তিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারেন। যেটির স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগেও আল নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন সিআরসেভেন। ক্লাবটির হয়ে ১১ ম্যাচ থেকে ১১ গোল আদায় করে নিয়েছেন তিনি। গুঞ্জন রয়েছে সৌদিতে তিনি ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানোর চিন্তাও করছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া