adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ইতিহাস খুবই নির্মম। ১৯৯২ সালের পর বিশ^মঞ্চে ভারতের বিপক্ষে কখনওই জিততে পারেনি পাকিস্তান। এই নির্মম ইতিহাস নিয়েই শনিবার ভারতের বিরুদ্ধে মোকাবিলা করবে বাবর আজমের দল। এদিন পাকিস্তান চাইবে হারের বৃত্ত ভাঙ্গতে। অন্য দিকে বিশ^ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে মরিয়া থাকবে ভারত।
ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের লড়াই দেখবে বিশ্ব। ১ লাখ ৩২ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

এদিন খেলার অন্যতম আকর্ষণ, ভারত-পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচের আগে দুপুর সাড়ে ১২টায় জমকালো এক আয়োজনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং ও মহাদেবানের মতো তারকা সংগীত শিল্পীরা।

এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপের স্বাগতিক ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যাপ্তিতে অন্যবারকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিল উদ্বোধনীতে বিশ্বকে চমকে দেবে তারা। বলিউডের রথী-মহারথীরা তো থাকবেনই, উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যও। অরজিৎ সিং, শ্রেয়া গোষাল কিংবা আশা ভোঁসলের সুরের মূর্চ্ছনায় হারিয়ে যাবেন শতকোটি দর্শক। বিশ্বকে চমকে দিতে পুরো বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখেছিল আয়োজকরা। কিন্তু কিসের কি, গত ৫ অক্টেবর উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপে ১৩তম আসরের।

ব্লকবাস্টার এ ম্যাচকে ঘিরে স্টেডিয়াম এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে ১১ হাজার নিরাপত্তাবাহিনীর সদস্য। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরীতার কারণে শুধুমাত্র আইসিসি তথা ইন্টারন্যাশনাল ইভেন্টেই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এই দুই দলের ম্যাচ নিয়ে সব সময়ই সারাবিশে^র লক্ষ কোটি ভক্তের মধ্যে বিরাজ করে উত্তেজনা।

১৯৯২ সাল থেকে বিশ্বকাপে সাতবারের মোকাবিলায় ভারতের বিপক্ষে কখনওই জয় পায়নি পাকিস্তান। বিশ^কাপে ভারতের কাছে পাকিস্তানের সর্বশেষ হারটি ছিলো ২০১৯ সালে। ওই আসরে ম্যানচেষ্টারে বৃষ্টি-বিঘিœত ম্যাচে ৮৯ রানে হেরেছিলো পাকিস্তান।

দুই দলের মোকাবেলায় ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক দিয়ে পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ভারত। এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া