adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তিস্তা তোমার বুকের পরে গরুর গাড়ির চাকা ঘোরে’ সংসদে গান গাইলেন এরশাদ

ERSHEDডেস্ক রিপোর্ট : এবার  জাতীয় সংসদে গান গাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিস্তা নদী নিয়ে আমি দুটি গান লিখেছিলাম। লিখেছিলাম, ‘তিস্তা তোমার বুকের পরে গরুর গাড়ির চাকা ঘোরে। সেই দুঃখ না সইতে পেরে আমার চোখে অশ্র“ ঝরে।’
মঙ্গলবার জাতীয় সংসদে তিস্তা নদী নিয়ে এভাবেই নিজের মনের ভাব প্রকাশ করলেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বললেন, ‘আশা করি, তিস্তার বুকে আর গরুর গাড়ি চলবে না। গরুর গাড়ির চাকা ঘুরবে না। সেখানে আবার কলকল ছলছল করে পানি পড়বে। পানি বয়ে চলবে। তিস্তার পারের মানুষের চোখে কষ্টের অশ্র“ ঝরবে না। তাদের মুখে হাসি ফুটবে।’
সংসদে দেওয়া বক্তব্যে স্থলসীমান্ত চুক্তি করার জন্য বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন জানান এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিস্তা চুক্তি করার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী সফল হবেন বলে এরশাদ আশা প্রকাশ করেন।
নিজের বক্তব্যের শুরুতে এরশাদ বলেন, “আজ আমি কিছু উপলব্ধির কথা বলতে চাই সংসদে। মাননীয় স্পিকার, যে ঘটনা ঘটার প্রত্যাশা ছিল ৬০ বছর, সে প্রত্যাশা পূরণে কী ভাষায় আনন্দ প্রকাশ করব? আমার অভিধানে তার ভাষা নেই। তাই হৃদয়ের উপলব্ধি থেকে আমি অজস্র অভিনন্দন জানাচ্ছি মাননীয় সংসদ নেতা শেখ হাসিনাকে। আমি অজস্র অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় স্পিকার, ৪০ বছর চেষ্টা করেও করতে পারিনি। আমিও তার মধ্যে শামিল ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাত্র এক বছরের প্রচেষ্টায় সফল হয়েছেন। যে ভিত রচনা করে গিয়েছিলেন বঙ্গবন্ধু ‘মুজিব-ইন্দিরা’ চুক্তির মাধ্যমে, তার সমাপ্তি দিতে যাচ্ছেন হাসিনা-মোদি। এত দিন যাঁরা এ চুক্তিকে গোলামীর চুক্তি বলেছিলেন, সেই অর্বাচীনরা আজ জাতির কাছে অপাংক্তেয়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া