adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলিং ভিসায় মালয়েশিয়া গিয়ে বন্দিদশা,বসতভিটা বন্ধক রেখে ফিরছেন অনেকে

ডেস্ক রিপাের্ট: ‘কলিং’ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে মাসের পর মাস পার করেও মিলছে না কাজ। একদিকে দালালদের দৌরাত্ম্য, অন্যদিকে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে থাকতে হচ্ছে বন্দি। সব হারিয়ে নিঃস্ব হয়ে এমনকি বসতভিটে বন্ধক রেখেও দেশে ফিরছেন কেউ কেউ। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি রিক্রুটিং এজেন্সির দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।- চ্যানেল২৪

ময়মনসিংহের ভালুকার সোলায়মান। কৃষক বাবার দেখানো পথে কৃষিকাজেই কাটছিল দিন। ভাগ্য বদলের আশায় ধারদেনা করে চলতি বছরের শুরুতে পাড়ি জমান মালয়েশিয়ায়। এজেন্সির ফাঁদে পড়ে সেখানে গিয়ে পাননি কোনো কাজ। একপর্যায়ে একঘরে রেখে সোলায়মানের ওপর নির্যাতন চালায় দালাল চক্র। কূলকিনারা না পেয়ে বসতভিটা বন্দক রেখে সেই টাকায় সন্তানকে ফিরিয়ে আনে সোলায়মানের পরিবার।

সোলায়মানের মতোই আরেক ভুক্তভোগী, টাঙ্গাইলের ভূয়াপুরের আনোয়ার। ডিগ্রি পড়ুয়া এই যুবক এখন রাজমিস্ত্রি। মালয়েশিয়া গিয়ে দালালদের ফাঁদে পড়ে, এক মাস না যেতেই দেশে ফিরতে বাধ্য হন।

তাদের মতোই মালয়েশিয়া গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে মানবেতর জীবন কাটছে, হাজার হাজার প্রবাসীর। বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজার ঘিরে, অনিয়ম-নৈরাজ্য কেন থামছে না? উত্তর জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি।

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি রিক্রুটিং এজেন্সির দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী বলেন, কিছু ইন্টারভিউ নিয়ে বিষয়টি কী হচ্ছে তা দখতে পারেন সরকার। এক্ষেত্রে শুধু রিক্রুটিং এজেন্সি নয় এর সঙ্গে যারা জড়িত তাদেরকে দায়বদ্ধ করতে হবে।
গেলো এক বছরে কাজের খোঁজে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন ৩ লাখের বেশি বাংলাদেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া