adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঙ্গলবার রাতে সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে জানায়, মন্ত্রী ২.৮ মিলিয়ন কর্মীকে আমন্ত্রণ জানানোর জন্য কিংডমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশি কর্মশক্তির জন্য কর্মী নিয়োগ ও দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) স্বাক্ষর সহ জনশক্তি সহযোগিতা বৃদ্ধিতে তার গতিশীল ভূমিকার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী সৌদি আরবকে জাতীয় দিবসে অভিনন্দন জানিয়ে দুদেশের মধ্যকার দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন।

রাজধানীর বারিধারায় রাজকীয় সৌদি দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক খাতে গভীর বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে বহু পুরনো এবং বিশ্বস্ত অংশীদারিত্ব দরকার।

তিনি সহযোগিতার নতুন এবং উদীয়মান ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের ফ্রিকোয়েন্সি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বছর সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী চমৎকার ভ্রাতৃত্ব সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করাসহ আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে কূটনীতি ও সংলাপের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন।

তিনি সৌদি আরবের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব এবং সাম্প্রতিক ব্রিকসে যোগদানের জন্য প্রশংসা করেন।

মন্ত্রী আশা করেন যে দুই দেশ আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে দৃঢ় ও সুসংহত করতে একসঙ্গে কাজ করে যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া