adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ১১৫

নিজস্ব প্রতিবেদক: শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডেঙ্গুতে খুব সহজেই আক্রান্ত হয়। সেজন্য শিশুদের বাড়ির বাইরে ও ভিতরে প্রায় সবসময় পরিপূর্ণভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারে এমন কাপড় পড়ানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।

ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সাফি আহমেদ বলেন, ডেঙ্গু এবার শিশুদের জন্য ভয়ংকর। শিশুদের পায়ে বেশি কামড়াচ্ছে মশা। কিন্তু অভিভাবকরা সচেতন না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ বলেন, শিশুদের চিকিৎসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওজন ও জ্বর মেপে স্যালাইনসহ নির্ধারিত চিকিৎসা ম্যানেজমেন্টে রাখতে হবে। এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রচুর ডেঙ্গু শিশু রোগী আসছে জানিয়ে তিনি বলেন, শিশুদের প্লাটিলেট কাউন্ট দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে ব্রেন ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে এবার শিশুরা বেশি মারা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২৮২ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৭৪ হাজার ৭৪৯ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া