adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান অলিম্পিয়ান মার্গারিতা বঙ্গবন্ধু জিমন্যাস্টিক্সের দূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন আয়োজন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ ২০২১ প্রতিযোগিতা। এর শুভেচ্ছাদূত হয়ে ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন।

আগামী বুধবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এ প্রতিযোগিতা। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান-এই ছয় দেশের ৬৭ জিমন্যাস্ট অংশ নেবে বলে লোগো উন্মোচন অনুষ্ঠানে জানান ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

তিন ক্যাটাগরিতে(পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ফেডারেশন।

জিমন্যাস্টদের ক্রীড়াশেলী দর্শকদের মুগ্ধ করবে বলে লোগো উন্মোচন অনুষ্ঠানে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশাবাদ জানান। – প্রেসবিজ্ঞপ্তি, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া