adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত তিন দেশে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা এক ধরনের প্রাণঘাতি ভাইরাস। তিন বছর আগে ভয়ঙ্কর মহামারী রূপে আবির্ভূত হয়েছিল এই ভাইরাস। একের পর এক রূপ পাল্টে আঘাত হেনেছে বিভিন্ন দেশে। এতে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। এরপর দ্রুততম সময়ের মধ্যে টিকা আবিষ্কারের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই ভাইরাস। শেষ হয়েছে মহামারী। বিশ্বজুড়ে স্বাভাবিক হয়েছে জনজীবন।

তবে মহামারী শেষ হলেও এখনও তেজ কমেনি করোনাভাইরাসের। সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরেকটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রসহ তিন দেশে।

নতুন শনাক্ত হওয়া এই ধরনটির নাম দেওয়া হয়েছে বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইট) বার্তায় জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

একই দিন পৃথক এক্স বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া