adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হদিস পাওয়া যাচ্ছে না ওয়াগনার প্রধানের, অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ থেকে পিছু হটার দুই দিন পর প্রথম ভিডিও বার্তা দিয়েছেন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, তার ওই বিদ্রোহের উদ্দেশ্য রাশিয়ার সরকার উৎখাত ছিল না।বিবিসি

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত প্রিগোশিনের ভিডিও বার্তাটি ছিল ১১ মিনিটের। তিনি বর্তমানে কোথায় আছেন, তা বার্তায় উল্লেখ করেননি। প্রিগোশিন বলেন, মস্কো অভিমুখে যাত্রার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানান দিতে চেয়েছিলাম। তবে সরকার উৎখাত করতে চাইনি।

ভাগনারপ্রধান আরও বলেন, ভাগনারের ধ্বংস হয়ে যাওয়া ঠেকানোই লক্ষ্য ছিল। একই সঙ্গে রাশিয়ার যেসব কর্মকর্তা অপেশাদার পদক্ষেপের মাধ্যমে বড় বড় ভুল করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে চেয়েছিলাম। বিবিসি
মস্কো অভিমুখে যাত্রার সময় বেসামরিক লোকজনের সমর্থন পেয়েছিলেন বলে দাবি করেন প্রিগোশিন। তিনি বলেন, রাশিয়ার শহরগুলোতে লোকজন আমাদের সঙ্গে রুশ পতাকা ও ভাগনারের প্রতীক নিয়ে দেখা করেন। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, তাদের হাসিখুশি দেখাচ্ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া