adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাজ শরীফের সমর্থন নিয়ে ২৭ জুলাই পিসিবির চেয়ারম্যান হয়ে আসবেন জাকা আশরাফ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে যেন ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের হাওয়া লাগে। সেই ধারবাহিকতায় আগামী ২৭ জুলাই জানা যাবে নতুন পিসিবি চেয়ারম্যানের নাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পিসিবি নির্বাচন কমিশনার। পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাকা আশরাফ। – পাকিস্তান ক্রিকেট

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থন নিয়েই চেয়ারম্যান পদে বসছেন তিনি। পিসিবি নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ শাহজাদ ফারুক রানা জানান, আগামী ২৭ জুন লাহোরে পিসিবি সদরদপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

০১৯ সালে পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে সরিয়ে দেয়ার পরেই নিয়োগ পেয়েছিলেন নাজাম শেঠি। তার অন্তর্বর্তীকালীন কমিটিকে ২০১৪ সালের পিসিবি গঠনতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়েছিলো। যদিও এর সবই নতুন নিয়োগের পর বাতিল হবার সম্ভাবনা রয়েছে।

গঠনতন্ত্র অনুয়ায়ী, দশ সদস্যের কমিটি নিয়ে গঠিত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। চারজন আঞ্চলিক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের চার প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগপ্রাপ্ত হন আরও দুজন। চেয়ারম্যাসহ পুরো বোর্ডের মেয়াদ থাকে তিন বছর।

উল্লেখ্য, জাকা আশরাফের প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হয়েছিলো এই নাজাম শেঠির হাত ধরেই। ২০১৪ সালে এই দুজনেই পিসিবি চেয়ারম্যান পদে বড় নাম ছিলেন। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সুপারিশে পিসিবি চেয়ারম্যান হয়েছিলেম শেঠি। ৯ বছর পর নওয়াজ শরিফের ভাই, শাহবাজ শরীফের পছন্দের প্রার্থী হিসেবে পিসিবি চেয়ারম্যানের পদে ফিরে আসছেন জাকা আশরাফ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া