adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে সৌরভ গাঙ্গুলি হিন্দিতে ধারাভাষ্য দেবেন

স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুন ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলের খেলোয়াড়রা। এই ম্যাচের আগেই কিছুটা সুখবর আসে বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য। এই ম্যাচে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। – হিন্দুস্তানটাইমস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল ম্যাচে ধারাভাষ্য করতে শোনা যাবে সৌরভ গাঙ্গুলিকে। যদিও এই কাজ দাদার কাছে নতুন কিছু নয়। আগেও তাকে অনেক জায়গাতেই ধারাভাষ্য করতে শোনা গেছে। আবারও বহুদিন পর তাকে ধারাভাষ্য করার খবর পেয়ে আনন্দিত হয়েছেন বাঙালি ক্রিকেট ভক্তরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগে সৌরভ গাঙ্গুলির প্রায়শই দেখা যেত ধারাভাষ্য করতে। বেশিরভাগ সময়ই ইংরেজিতে ধারাভাষ্য করতে শোনা গেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। তবে বিশেষ সূত্রের খবর অনুযায়ী এবার হিন্দি চ্যানেলের হয়ে ধারাভাষ্য করবেন সৌরভ। – স্পোর্টস গাফ

ইতিমধ্যেই ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের ধারাভাষ্যকার তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল। হিন্দি ধারাভাষ্যে হরভজন সিং, এস শ্রীশান্ত, দীপ দাশগুপ্তর সাথে থাকবেন সৌরভ গাঙ্গুলি। ইংরাজি ধারাভাষ্য করতে শোনা যাবে রবি শাস্ত্রী, সুনীল গাভাষ্কার, ম্যাথু হেডেন এবং নাসের হোসেনের মতো নিয়মিত ধারাভাষ্যকারদের। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া