adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসসির কোচ হয়ে আসছেন জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ থেকে একঝাঁক তারকা দলে নিয়ে একের পর এক ব্যর্থতা উপহার পাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। সর্বশেষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা। দলের এমন শোচনীয় অবস্থায় সবার আগে আঙুল উঠেছে কোচ ক্রিস্টোফার গালতিয়েরের দিকে। এমনকি বাদ যাচ্ছেন না তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেরাও। ইতোমধ্যে গুঞ্জন পিএসজিতে গালতিয়ের অধ্যায় শেষ হওয়ার পথে। ফরাসি ক্লাবটি নাকি তার বিকল্পও খুঁজে নিয়েছে। – চ্যানেল২৪
বর্তমান কোচের বিদায় নিশ্চিত হলে পরবর্তী সময়ে সাবেক ফরাসি তারকা জিদানের কথা ভাবা হচ্ছে। কেবল সমর্থকদের চাহিদার কারণে জিদানকে এগিয়ে রাখা হচ্ছে এমনটি নয়। জিদান চেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে, কিন্তু সেই সুযোগ এখন না থাকায় পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।- মার্কা

তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এখন পর্যন্ত ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কোচ গালতিয়ের বিষয়টি নিয়ে কোনো কথা শোনা যায়নি। জিদানকে আনার গুঞ্জনকে এবারই প্রথম এমনটা নয়। এমবাপ্পেকে নতুন করে সাইন করানোর সময় তার দেয়া শর্তের মধ্যে জিদানকে কোচ করানোর শর্তও ছিল একটি।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, তারকা খচিত দলটিতে বেশ পরিবর্তন আনতে যাচ্ছে পিএসজি। দলের পরীক্ষিত তারকাদের ওপর তারা আর নির্ভর করতে রাজি নয়। তাই এমবাপেকে সঙ্গ দিতে ১৬ বছর বয়সী জায়েরে এমেরি ও ১৭ বছর বয়সী সেন্টারব্যাক চাদায়েল বিটশিয়াবুকে মূল দলে আনার কথা ভাবছে ক্লাবটি। তবে এত তারকা নিয়েও কেন সফলতার দেখা মিলছে না, সে বিষয়টিও তারা খতিয়ে দেখছে।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া