adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘খোরদাদ-১৫’ দিতে সম্মত হয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়াকে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সম্মত হয়েছে ইরান। সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা বেড়ে যাওয়ায় দু’দেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে।

আইআরআইবি নিউজ এক খবরে বলেছে, সিরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে দু’দেশের কর্মকর্তারা এক সমঝোতায় পৌঁছেছেন। তবে এ সংক্রান্ত চুক্তির বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আলী মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদলের তেহরান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হয়।

আইআরআইবি নিউজের খবরে বলা হয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু বছরের যুদ্ধের পর সিরিয়াকে তার আকাশ প্রতিরক্ষা ব্যব্স্থাকে ঢেলে সাজাতে হবে। এছাড়া, দেশটির যুদ্ধবিমানগুলোর জন্য নিখুঁত বোমাও প্রয়োজন। আমরা হয়তো শিগগিরই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য খোরদাদ-১৫-এর মতো ইরানি রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়াকে সরবরাহ করতে দেখব।”

ইরান ২০১৯ সালের জুন মাসের খোরদাদ-১৫ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনা করে। এই ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূর থেকে যেকোনো যুদ্ধবিমান ও যুদ্ধ ড্রোন শনাক্ত এবং সেগুলোকে ১২০ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়া, এই ব্যবস্থা রাডার ফাঁকি দেয়ার লক্ষ্যে নির্মিত যেকেোনো আকাশযানকে ৮৫ কিলোমিটার দূরে শনাক্ত করে ৬৫ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে পারে।- পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া