adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না।

রােববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য ১২শ ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, কারোর এই স্বাধীনতাটার ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়।

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাহলে সংবিধানের ৬৬নং অনুচ্ছেদে যেতে হবে। সেখানে বলা আছে, কারো যদি নৈতিক স্খলনের দায়ে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। এগুলো স্পষ্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া