adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিকি আর্থার আবারও পাকিস্তানের কোচ হয়ে আসছেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর চাকরি হারাচ্ছেন সাকলাইন মুশতাক। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের জায়গায় প্রধান কোচ হয়ে ফিরতে যাচ্ছেন মিকি আর্থার। – সামা টিভি
কদিন আগেই পিসিবির চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হয়েছেন রমিজ রাজা। তার জায়গায় পিসিবির দায়িত্ব নিয়েছেন নাজাম শেঠি। দায়িত্ব নিয়েই প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক এবং রাও ইফতিখার আনজুমকে দায়িত্ব দেয়া হয়েছে।
গুঞ্জন উঠেছে কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। যেখানে দেশি নয় বিদেশি কোচকে দায়িত্ব দিতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। সেই তালিকায় সবার উপরে আছেন আর্থার। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে রয়েছেন তিনি।
আগেই অবশ্য আর্থারকে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন পিসিবির সভাপতি নাজাম শেঠি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের মিকি আর্থার ছিল, ফলাফলও স্পষ্ট ছিল। আমরা ওয়ানডে ও টেস্টে এক নম্বর ছিলাম এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলাম।
এদিকে সামা টিভি জানিয়েছে, পিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আর্থার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে দলের সঙ্গে যোগ দেবেন আর্থার, এমন খবরও প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। এর আগে ২০১৬ সালের মে থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া