adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিরাপত্তার ইস্যু তুলে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল

aus_BG_623529354স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপে দুই ম্যাচ টেস্ট সিরিজের অংশ নিতে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।,শেষ সময়ে তারা নিরাপত্তা ইস্যু দেখিয়ে ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে না তারা। এমনটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

আসন্ন সিরিজে অংশ নিতে অজিদের দলটি কবে আসবে তা চূড়ান্ত করার আগে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) একটি পরিদর্শক দল নিরাপত্তা ব্যাপারটি খতিয়ে দেখতে ঢাকায় আসবে। অস্ট্রেলিয়া সরকারের কাছে তারা রিপোর্ট জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে কবে বাংলাদেশ সফরে আসবে দলটি।

এ প্রসঙ্গে সাদারল্যান্ড জানিয়েছেন, পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের পরামর্শে আমরা খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করেছি। খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কাদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকে একটি বিশেষজ্ঞ নিরাপত্তা দল বাংলাদেশে যাবে। তাদের তথ্যের উপর ভিত্তি করে সংশোধিত তারিখ চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, আমরা পরিকল্পনা মতো বাংলাদেশ সফরে যেতে চাই। তবে, তার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টিকে আগে অগ্রাধিকার দেব এবং এখানে কোনো আপোস করতে চাই না।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আরও বলেন,  আমরা নিরাপত্তা দলের রিপোর্টের জন্য অপো করছি। রিপোর্টের উপর ভিত্তি করে ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, টেকনিক্যাল স্টাফ, কোচিং স্টাফ ও ক্রিকেটার মিলে ২৭ সদস্যের দল যাবে বাংলাদেশে।
 
এদিকে জানা যায় নিরাপত্তা ইস্যুতে দেশটির সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্টি প্রকাশ করলেও একত্রে আসবেন না অস্ট্রেলিয়া দল। পাঁচ ভাগে ঢাকায় পাঁ রাখবে তারা। ক্রিকেটাররা আসার একদিন আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন অস্ট্রেলিয়া দলের ম্যানেজোর ও সিকিউরিটি ম্যানেজার। এরপর চারধাপে ক্রিকেটার ও অন্যরা আসবেন।

স্টিভেন স্মিথের নেতৃত্বে আসা দলটির মিরপুরে অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। এরপর ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল। সিরিজ শেষে ২১ অক্টোবর ঢাকা ছাড়ার কথা অস্ট্রেলিয়া দলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া