adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বুধবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে দু’দুবার ওয়ানডে সিরিজ জয়ের অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এখনো তাদের বিরুদ্ধে জেতা হয়নি টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ২২ বছরের দীর্ঘ পরিক্রমায় শুধু হেরেই গেছে ভারতের কাছে। এবার পেছনের সব ব্যর্থতা ভুলে শুভ সূচনা করতে চান সাকিব আল হাসানরা।

ভারতের বিপক্ষে তাদের আসল পরীক্ষাটা শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। গতবারের রানার্সআপরা এবারের আসরেও ফাইনাল খেলতে পূর্ণ শক্তি নিয়ে দল সাজিয়েছে। অন্যদিকে পাঁচ দিনের এই ফরম্যাটে টাইগারদের সঙ্গী কেবল হতাশা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের প্রথমটির ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাস্পিয়নশীপের প্রথম ম্যাচ। এই মাঠে ওয়ানডে সিরিজে হারের ক্ষত ভুলতে টেস্টে জয়ের বিকল্প কিছু ভাবছে না টিম ইন্ডিয়া। অবশ্য সাদা পোশাকের লড়াইয়ে ফেভারিটের তকমাটা থাকছে সফরকারীদের সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপরা লংগার ফরম্যাটের অভিজ্ঞতা আর পারফরম্যান্সে বেশ বড় ব্যবধানেই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে।

অন্যদিকে ২২ বছর টেস্ট খেলেও পারফরম্যান্সে এখনও অপরিণত বাংলাদেশ। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে শতভাগ হারের রেকর্ড। তলানিতে থেকে শেষ করা দলটিকে নিয়ে এবারের আসরে প্রত্যাশা নেই বললেই চলে।

টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে অবশ্য এরই মধ্যে একটি জয় তুলে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় এবারের সিরিজের সব থেকে বড় অনুপ্রেরণা। এখন পর্যন্ত ১০ ম্যাচে হার ৮টি। ঐতিহাসিক সে জয়ের পাশাপাশি এক ড্রতে, পয়েন্ট সংখ্যা ১৬।

টেবিলের চার নম্বরে থাকা ভারতের জন্য বাংলাদেশ সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের দুটিতেই জিতলে সুযোগ থাকছে শীর্ষ দুইয়ে ঢোকার। ১২ ম্যাচে ভারতের ৬ জয়, চার হারের পাশে দুটি ড্র রয়েছে তাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া