adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে পাকিস্তানের তিন ক্রিকেটার রংপুরের হয়ে খেলবেন

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। বসুন্ধরা গ্রুপ পরবর্তী তিনটি আসরের জন্য রংপুরের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে এরই মধ্যে দল সাজাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো উন্মোচন করে দলটি। সেখানেই এ চার আইকন ক্রিকেটারকে পরিচয় করিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তানের দুই অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ নেওয়াজের সঙ্গে পেসার হারিস রউফকে নিলামের আগেই তারা দলের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে। এ ছাড়া লঙ্কান হার্ড হিটার পাথুম নিসাঙ্কাকে দলে ভিড়িয়ে তারা আগেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রেখেছে।

এ চার ক্রিকেটারের মধ্যে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে কেবল মালিক ও নেওয়াজের। মালিক এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংস ও রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছেন। বয়স ৪০ পার হলেও টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ও অভিজ্ঞতায় এখনও সমান পারদর্শী মালিক।

অন্যদিকে নেওয়াজ খেলেছেন সিলেট সিক্সার্স ও রাজশাহী রয়্যালসের হয়ে। সম্প্রতি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে বিধ্বংসী রূপ ধারণ করেছেন নেওয়াজ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২০ বলে ৪২ ও ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের বিপক্ষে ২০ বলে তার ৪৫ রানের অপরাজিত মারকুটে ব্যাটিং নজরে এসেছে রংপুরের।
প্রথমবারের মতো বিপিএলে অভিষেক হবে হারিস রউফ ও নিসাঙ্কার। ডেথ ওভারে সবচেয়ে কার্যকরি ও ১৫০ এর বল করার ক্ষমতা রাখায় রউফকে দলে ভিড়িয়েছে রংপুর। অন্যদিকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে থেকে রংপুর ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছে নিসাঙ্কা। সব শেষ পাঁচ টি-টোয়েন্টির তিনটিতেই ফিফটি আছে তার। বিপিএল

শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে, যার পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া