adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনেক স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগ আছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : অর্থপাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগ আছে। আমার কাছে তাদের বিষয়ে তথ্যও আছে কিন্তু তাদের বিষয়ে আপনারা লিখবেন কি-না, তা নিয়ে আমার সন্দেহ আছে। দুদক মানিলন্ডারিংয়ের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারত সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, সুইস ব্যাংককে আমরা বহু আগে আমাদের ডিমান্ড পাঠিয়েছিলাম, তালিকা চেয়েছিলাম। কিন্তু আসে নাই। অনেকে কথা বলে, কথা বলে চলে যায় কিন্তু সঠিক তথ্য দিতে পারে না। আমরা মানিলন্ডারিং বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

ডলার সংকটের বিষয়ে শেখ হাসিনা বলেন, এটা শুধু বাংলাদেশের না। এটা বিশ্বব্যাপী দেখা দিয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সঙ্গে কথা হয়েছে এবং ভারত এ বিষয়ে ইতিবাচক। ভারত মনে করে রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন। তবে মিয়ানমারকে নিয়ে মূল সমস্যা। এ বিষয়ে একেবারেই ভ্রুক্ষেপ নেই মিয়ানমারের। তারা এ বিষয়ে কারও কথা শুনছে না।

প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে না পারায় তারা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তবে যেহেতু তারাও মানুষ এজন্য তাদের ফেলে দেয়া যাবে না।

চলতি মাসের ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, মানবপাচার রোধ ইত্যাদি অগ্রাধিকার পায়।

দ্বিপক্ষীয় বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই প্রধানমন্ত্রী দুদেশের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে খুলনার রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

পরে যৌথ বিবৃতিতে ভারত বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রফতানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দেয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার করেন।

সফর শেষে গত ৮ সেপ্টেম্বর রাত ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া