adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে দল ছাড়ছেন যুবলীগের ৩০০০ নেতাকর্মী

107097_1ডেস্ক রিপোর্ট : ক্ষমতাসীন যুবলীগ সৈয়দপুর জেলার অধীনে বিভিন্ন শাখার ৩,০০০ নেতাকর্মী দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আহবায়ক কমিটি গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন।
রোববার বিকেলে সৈয়দপুর টাউন হলে সৈয়দপুর জেলা যুবলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মহসিনুল হক মহসীন পদত্যাগের এই কথা জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহাত সরকার, সহ-সভাপতি মহসিন আলী রুবেল, খলিলুর রহমান, আমিনুল হক, ইলিয়াস হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভাইজান’ খ্যাত একজন ও হাতেগোনা ক’জন সুবিধাবাদী নেতাদের উদ্দেশ্য হাসিল করার জন্য সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবলীগের কমিটি পকেটস্থ করতে গঠনতন্ত্র উপেক্ষা করে আহবায়ক গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে ওইসব নেতার আত্মীয়, দলের নিষ্ক্রিয় কর্মী ও স্বাধীনতা বিরোধীদের সন্তানদের।

নেতারা আরো বলেন, জেলা যুবলীগের কমিটিকে না জানিয়ে এবং কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়াই গঠনতন্ত্র বহির্ভূতভাবে গোপনে গঠন করা এই কমিটির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য। তাই জেলা যুবলীগের চলতি কমিটি বহাল রয়েছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক বলেন, বিতর্কিত ওই কমিটি বহালের চেষ্টা চলছে এবং তাই যদি হয়, তবে আমরা জেলা যুবলীগসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার ৩,০০০ নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া