adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার : মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : চলতি ইংল্যান্ড সফরে টেস্ট হারলেও টি-টোয়েন্টি আর ওয়ানডেতে দাপট দেখাচ্ছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে রোহিত শর্মারা। এ বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মতে, ভারতই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ভালো ছন্দ পেয়েছে বলে মনে করছেন ভন। তিনি বলেছেন, ‘ভারত ভালো ছন্দ পেয়েছে। যেভাবে তারা ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তাতে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ভারতকে হারানো কঠিন হবে। বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারত।
আগ্রাসী ক্রিকেট খেলার জন্য রোহিতদের এতটা ভয়ঙ্কর দেখাচ্ছে বলে মনে করেন ভন। তিনি বলেন, এখন আক্রমণাত্মক ক্রিকেটের যুগ। মাঠের মধ্যে আগ্রাসন দিয়ে বিপক্ষকে অর্ধেক হারিয়ে দিচ্ছে ভারত। ইংল্যান্ডের মতো দলকে তারা উড়িয়ে দিয়েছে। এই জয় ভারতের আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দেবে। তারা আরও ভয়ঙ্কর হয়ে বিশ্বকাপে নামবে।
ভন মনে করেন, আইপিএলের জন্যই ভারতীয় ক্রিকেটাররা এত ভালো খেলছে। তার ভাষায়, আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা খেলে। তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগেই তারা আন্তর্জাতিক স্তরের ক্রিকেট শিখে যায়। ফলে বাকি দেশগুলোর চেয়ে তারা অনেক বেশি এগিয়ে থেকেই মাঠে নামতে পারে। হিন্দুস্তানটাইমস,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া