adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও ধুঁকছে প্রথম ইনিংসে

স্পোর্টস ডেস্ক : লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ভালো শুরুর পরও ১১৬ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ডও।
নিউজিল্যান্ডের ১৩২ রানের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৯ রান তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। দলীয় ৫৯ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রান করে ফিরে যান ক্রলি। এই রানের সাথে দলীয় আরও ১৬ রান যোগ করতেই ফিরে যান ওয়ান ডাউনে নাম ওলি পোপ। ৯২ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ১১ রান করেই ফেরেন দলটির সদ্য সাবেক অধিনায়ক জো রুট। এরপরই বিপর্যয় নামে ইংলিশ শিবিরে। দলের এই রানের সাথে আর ৮ রান যোগ করতেই বিদায় নেন আরও ৪ ব্যাটার। – ক্রিকইনফো
১ম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১১৬ রানে ৭ উইকেট। ৬ রানে ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস। তার সঙ্গী স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের হয়ে বল করা সবাই উইকেট পেয়েছেন। দুইটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন। একটি উইকেট শিকার করেছেন কলিন ডি গ্রান্ডহোম। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ২ রানের মধ্যেই ২ উইকেট হারায় কিউইরা। দুইটি উইকেটই শিকার করেন এই ম্যাচে ইংল্যান্ড দলে প্রত্যাবর্তন করা জেমস আন্ডারসন। এরপর ৭ রানে তৃতীয় উইকেট হারায় কেন উইলিয়ামসনের দল।
প্রত্যাবর্তন ঘটা আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডেভন কনওয়ে। আর ১২ রানের মাথায় অধিনায়ক উইলিয়ামসনকে ফিরিয়ে দেন নবাগত ম্যাটি পটস। এরপর ২৭ ও ৩৬ রানে ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেলকেও ফিরিয়ে দেন পটস।
৪৫ রানের মাথায় ফের আন্ডারসনের আঘাত। দুর্দান্ত এক বলে জেমিসনকে ফেরান জিমি। এরপর ৪১ রানের জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দেন টিম সাউদি ও কলিন ডি গ্রান্ডহোম। তবে, ৮৬ রানের মাথায় সেই আন্ডারসনই ফেরান সাউদিকে। ১০২ রানের মাথায় আজাজ প্যাটেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পটস। আর নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক স্টোকস। ১৪ রান করা বোল্টকে ফেরান ইংলিশ অধিনায়ক। ফলে, কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রানে। নিউজিল্যান্ডের হয়ে শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন গ্রান্ডহোম। ইংলিশদের পক্ষে সমান চারটি করে উইকেট নেন আন্ডারসন ও পটস। ব্রড ও আন্ডারসনের শিকার ১টি করে উইকেট। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া