adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত কৌতুক অভিনেতা রবিউল আলমের কথা

রবিউল। পুরো নাম রবিউল আলম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম, পৈশাচিক ভাবে হত্যার পর তিনিই এফডিসি থেকে এর প্রতিবাদে মিছিল বের করেন। তিনি শ্লোগান দিয়ে হাঁটতে শুরু করলে, তার পেছনে একে একে জড়ো হন আরও অনেক কুশলী।

হত্যার প্রতিবাদে অনমনীয় থাকায় ক্ষমতায় থাকা শাসকের ইশারায়, সেন্সরে ছবি আঁটকে যাবার ভয়ে, কোন প্রযোজক তাঁকে ছবিতে নেবার সাহস করেননি। সে সময় অর্থাভাবে এফডিসির সামনে চা পান বিক্রি করে, হকারি করে জীবন কাটাতে হয়েছে তাঁকে।

অথচ, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প যখন জৌলুষময়, তখন কৌতুক চরিত্রের একঝাঁক শিল্পীর ভেতর অন্যতম একজন ছিলেন তিনি। ছিলেন আলাদা বৈশিষ্টে ভাস্বর। শিশু, কিশোর কিংবা যুবক সবার দৃস্টি কেড়ে নিতেন, কান দুটো আলাদা ভাবে নড়াতে পারতেন, মুখ একটুও না নড়িয়ে। এই অসাধারন অভিব্যাক্তি তাঁকে অসম্ভব জনপ্রিয় করেছিলো সারা বাংলাদেশে। বয়স্ক যারা, তাদের কাছেও।

১৯৫৯ সালে ‘আকাশ আর মাটি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রবিউলের। কৌতুক চরিত্রের এই জনপ্রিয় অভিনেতা প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৭ সালের ১৮ এপ্রিল প্রয়াত হন রবিউল।ফেসবুক থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া