adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ

আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্টের আদেশের পর পার্লামেন্ট পুনর্বহাল করে অনাস্থা ভোট আয়োজন নিয়ে নানা নাটকীয় পরিস্থিতিতে দিন ফুরানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ।

জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে কি-না সেই সংশয়ের দোলাচলে যখন সংবাদমাধ্যমে উল্লেখযোগ্য কোনো খবর আসছিল না তখন প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের এই সাক্ষাতের খবরটি দিয়েছে রয়টার্স।

পাকিস্তান সরকারের দুটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে রয়টার্সের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। যদিও ইমরান খান ও কামার জাভেদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেনি এই দুটি সংবাদমাধ্যম।

এদিকে শনিবার সকাল দশটায় শুরু হওয়া জাতীয় পরিষদের অধিবেশন দফায় দফায় মুলতবি হওয়ার পর রাত আটটার দিকে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। অধিবেশন শুরুর সময় বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই ছিলেন না। এরপর স্পিকার আসাদ কায়সার পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়। পরে ইফতার এবং মাগরিবের নামাজের জন্য পুনরায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। এর মধ্যে সন্ধ্যায় খবর আসে প্রধানমন্ত্রী ইমরান খান রাত ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ খবর দিয়েছিল।

এদিকে জাতীয় পরিষদ পুরনর্বহাল ও অনাস্থা প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)রিভিউ পিটিশন দাখিল করেছে। রিভিউ পিটিশনে পিটিআই বলেছে, জাতীয় পরিষদের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে দিয়েছিলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি। ওইদিনই প্রধানমন্ত্রী ইমরানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দেন রাষ্ট্রপতি আরিফ আলভী। তবে গত বৃহস্পতিবার এক আদেশে সুপ্রিম কোর্ট বলেন, পার্লামেন্ট পুনর্বহাল করে শনিবারই অনাস্থা ভোট করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া