adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যামনেস্টির প্রতিবেদন, বিশ্বকাপ মহাযজ্ঞে মানবেতর জীবন, বাংলাদেশি শ্রমিকের ছুটি ছাড়া ৩ বছর

স্পোর্টস ডেস্ক : ‘আধুনিক যুগের দাসত্ব’-২০১৩ সালে ‘দ্য গার্ডিয়ানে’র এক অনুসন্ধানী প্রতিবেদনে কাতার বিশ্বকাপের জন্য নির্মিতব্য বিভিন্ন স্থাপনায় কর্মরত শ্রমিকদের ‘অমানবিক’ জীবনযাপনের বর্ণনায় এমন মন্তব্য করা হয়েছিল। সেই থেকে দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ বারবার উঠেছে। বিরূপ পরিস্থিতি সামাল দিতে শ্রম আইনে কিছু পরিবর্তনও আনে দেশটি; কিন্তু আদৌতে মূল সমস্যার কতটা সমাধান হয়েছিল, তা তর্কসাপেক্ষ। ফুটবলের বৈশ্বিক আসরটি মাঠে গড়ানোর আর সাত মাসের মতো বাকি থাকতে পুরনো বিষয়টি আবারও নতুন করে সামনে এলো অ্যামনেস্টির একটি প্রতিবেদন। – বিডিনিউজ

সেখানেই আব্দুল নামের এক বাংলাদেশি অভিবাসী শ্রমিক জানান-তিন বছর ধরে তিনি কোনো সাপ্তাহিক ছুটি পাননি। কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা সেই শুরু থেকেই চলছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচন ঘিরে ঘুষ কেলেঙ্কারির অভিযোগও উঠেছে অনেকবার।

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ফিফার সাবেক সভাপতি জেপ ব্লাটার কয়েকবার উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল বলেও স্বীকার করেছিলেন। সেসব এখন সুদূর অতীত। অনেক অভিযোগ, আলোচনা-সমালোচনার পথ মাড়িয়ে আগামী ২১ নভেম্বর মাঠে গড়াতে যাচ্ছে প্রতিযোগিতাটি। তবে, দেশটিতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ এখনও আছে আগের মতোই।

বিশ্বকাপ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রকল্পে কাজ করা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। তাদের প্রতিবেদনে নিরাপত্তা রক্ষী, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরূপ আচরণ, বিধি অনুযায়ী সাপ্তাহিক ছুটি না দেওয়াসহ নানা অসঙ্গতি উঠে এসেছে। এর প্রেক্ষিতে অ্যামনেস্টি প্রশ্ন তুলেছে-বাধ্যতামূলক শ্রমের সীমা কতটুকু?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া