adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের কাছে হারল ঢাকা

rangpur-riders-logo-for-bpl-t20-2015ক্রীড়া প্রতিবেদক ঃ প্রথম ম্যাচে কুমিল্লাকে উড়িয়ে দেয়া ঢাকা এবার রংপুরের কাছে উড়ে গেল। এক কথায় রংপুরের সাকিবের কাছেই হেরেছে ঢাকা। ৬৯ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জ নিয়ে সাঙ্গাকারার দল মাঠ ছেড়েছে। সবচেয়ে বড় কথা ঢাকা অলআউট হয়েছে ২ বল বাকী থাকতেই! সাকিব একাই শিকার করলেন ৪ উইকেট। বিপিএলের ৩ ম্যাচে রংপুরের এটা দ্বিতীয় জয় আর ঢাকার ২ ম্যাচে ১ হার আর ১ জয়।
টসে হেরে সাকিবের দল ঢাকাকে ফিল্ডিং করতে আহবান জানায়। সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৬ রান। ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নামা ঢাকার সাঙ্গাকারা ছাড়া আর কেউ রংপুরের বোলিং তোপের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওপেনিং জুটিতে নাসির জামসেদ-সামসুর রহমান ৮ রানের বেশি করতে পারলেন না। সামসুর ২ রান করেই সাকিবে বলে বোল্ড হলেন! দলের ১৫ রানে নাসির জামসেদ ১১ রানে ক্যাচ দিলেন। এবারও বোলার সাকিব। মোসাদ্দেক হোসেন ৩ রানে, তখন দলীয় রান ৩৫। তবে আশার কথা ছিল সাঙ্গাকারা আছেন। কিন্তু দলের ৫৩ রানের মাথায় স্পিনার আরাফাত সানী সাঙ্গাকারাকে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে বাধ্য করলে ঢাকার জয়ের স্বপ্নটা যেন অনেক দূরে সরে যায়। জয়ের সেই স্বপ্নটা এক বারের জন্যও আর কোন ব্যাটসম্যান নতুন করে ম্যাচে জন্ম দিতে পারেনি।
আশা ছিল রাইয়ান টেন আর নাসির জুটি কিছু করে দেখাবেন। কিন্তু দলের ৬৩ রানে টেন ৮ রান যোগ করে সেট হবার পরও না বুঝে খেলতে গিয়ে পেরেরার বলে সাকিবের হাতে বন্দি হলেন। নাসিরের সঙ্গী এবার আবুল হোসেন। কিন্তু ১০ রান করা আবুল হোসেন টিকলেন না। এবারও পেরেরা বোলার আর ফিল্ডার সাকিব। স্কোর ৬ উইকেটে ৭৮, ১৪.৫ ওভার।
দ্বিতীয় স্পিলে বল করতে এসে সাকিব নাসিরের নতুন সঙ্গী ফরহাদ রেজাকে ১ রান যোগ করার পরই বোল্ড করলেন। আর ঢাকার ১০২ রানের মাথায় ২০ বলে ১৫ রান করা নাসিরকে সাকিব শিকারে পরিণত করলে ঢাকা সব স্বপ্ন শেষ হয়ে যায়। ইয়াসির শাহ ১২ রান করে পেরেরার বলে ক্যাচ দিলেও মুস্তাাফিজ অপরাজিত রইলেন ১ রানে।
এর আগে রংপুর টস জিতে ব্যাট করে সংগ্রহ করে ১৭৬ রান। রংপুরের টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানই রান পেয়েছেন। মিডল অর্ডারে ব্যর্থ হলেন ড্যারেন স্যামী। মাত্র ৩ রানের বেশি যোগ করতে পারলেন না। সিমন্স আর সৌম্য সরকার ওপেনিং জুটিতে যোগ করলেন ৩৮ রান। ব্যক্তিগত ১৮ রানে সৌম্য সরকার মুস্তাফিজের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। দলের ৯৪ রানের মাথায় ফিফটি পূর্ন করা সিমন্স-কে ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার মার দিয়ে সাঁজানো ৫১ রানের ইনিংটি শেষ করতে বাধ্য করলেন সেই মুস্তাফিই। মিডল অর্ডারে নামা মিথুনকে ৩৪ রানে এলবি’র ফাঁদে ফেললেন আবুল হাসান।
১৩.৩ ওভারের রংপুরের সংগ্রহ যখন ১২২ রান তখন ক্রিজে রান তোলার দ্বায়ীত্বটা কাধে তুলে নেন পেরেরা আর সাকিব আল হাসান। কারন স্যামী তো ৪র্থ ব্যাটসম্যান হিসাবে ৩ রান করে ফেরত গেছেন ইয়াসির শাহ-র বলে ক্যাচ দিয়ে। ২৭ রান করে পেরেরা ফেরত গেলেন সাকিব শেষ পর্যন্ত অটল রইলেন ২৪ রানে। সঙ্গী আল আমিন ৩ রানে ফেরত যান। সাকিবের সঙ্গে শেষ পর্যন্ত জহুরুল ইসলাম ৭ বলে ৭ রান যোগ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া