adv
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বের্নাবেউয়ে মেসি-নেইমারের ‘বিশেষ ম্যাচ’

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বের্নাবেউয়ে তাদের কত স্মৃতি। বার্সেলোনার হয়ে এখানে স্মরণীয় সব জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন লিওনেল মেসি ও নেইমার। আবারও তারা একসঙ্গে ফিরছেন এই মাঠে। এবার অবশ্য পিএসজির জার্সিতে। নেইমারের মতে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচটি তাদের দুই জনের জন্য বিশেষ কিছু।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রিয়ালের মাঠে খেলবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

গত বছরের অগাস্টে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেওয়ার পর এই প্রথম বের্নাবেউয়ে খেলতে যাচ্ছেন মেসি। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে কাতালান ক্লাবটি থেকে প্যারিসের দলটিতে যাওয়ার পর নেইমার রিয়ালের মাঠে খেলেছেন দুইবার। ২০১৮ সালে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজি হেরেছিল ৩-১ গোলে। পরের বছর গ্রুপ পর্বের ম্যাচে নেইমার বদলি নেমে দলকে ২-২ গোলে ড্র করাতে সাহায্য করেছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া