adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতার অভিযোগে মেডিকেলের ১০ শিক্ষার্থী আটক

image_58101_0 (1)ঢাকা: নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে শুক্রবার ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে ১২টি বিভিন্ন ধরনের ককটেল, তিনটি ল্যাপটপ, প্রচুর জিহাদি বই ও মাসিক চাঁদা আদায়ের রসিদ পাওয়া গেছে।পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।

শুক্রবার সকাল নয়টার দিকে কল্যাণপুরের ১৫ শহীদ মিনার রোডে পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া ১০ জন হলেন ইমন সরকার, রবিউল, ইব্রাহিম খলিল, আবদুল্লাহ আল মামুন, শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, লিয়াকত, কুতুব শিকদার, শরীফুল ইসলাম ও আনিসুর রহমান।মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, এখান থেকে পুরো ঢাকায় শিবিরের নাশকতা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হতো। একই সঙ্গে সদস্য সংগ্রহ, চাঁদা তোলা, ককটেল তৈরি ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেয়া হতো।

আটক হওয়া ১০ জনকে মিরপুর থানায় নেয়া হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া